বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটির রাজস্থলীতে ধাম্মাবিজয়া নির্মাণাধীন বুদ্ধমুর্তিতে অষ্টধাতু প্রতিস্থাপন 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলীতে ধাম্মাবিজয়া নির্মাণাধীন বুদ্ধমুর্তিতে অষ্টধাতু প্রতিস্থাপন 

দুর্গম পার্বত্য রাজস্থলী সবুজ ঢাকা উচু টিলার উপর ধ্যানে মগ্ন গৌতম বুদ্ধকে বেশ দূর থেকে চোখে পড়ে। আসনে বসা বুদ্ধের মাথার পেছনে আকাশের পটভূমি। কাছাকাছি এলে থমকে দাঁড়াতে হয়। প্রশান্তি আর গভীর অনূভুতিতে মন আচ্ছন্ন হয়। 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের রাস্তার মাথায় এলাকায় রাজস্থলী সুবর্ণ মৈত্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে নির্মিত হয়েছে বুদ্ধমুর্তি। যার উচ্চতা ৪৫ ফুট। ধ্যানরত অবস্থায় এ পার্বত্য অঞ্চলে এতবড় বুদ্ধমুর্তি আর নেই বলে দাবি করেছেন এলাকাবাসী। 

রাজস্থলীতে ৪৫ ফুট উচ্চতা নির্মাণাধীন ধম্মা বিজয়া বুদ্ধ প্রতিমূর্তিতে অষ্টধাতু প্রতিস্থাপন অনুষ্ঠান শুক্রবার (১৫ মার্চ) সুবর্ণ মৈত্রী বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। রাজস্থলী সুবর্ণ মৈত্রী বৌদ্ধ বিহারের ব্যবস্থাপনায় ধাম্মা বিজয়া বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা পরিষদ আয়জনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উ. কিত্তিমা মহাথেরো। এছাড়াও প্রাজ্ঞ পন্ডিত পূজনীয় ভিক্ষু সংঘসহ শ্রদ্ধাবান দানবীর ব্যক্তি জনপ্রতিনিধিসহ দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান আর্শিবাদক লংগদু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. সুমনা মহাথেরো  বলেন, ধ্যানরত বুদ্ধমূর্তির অনেক গুরুত্ব রয়েছে বৌদ্ধধর্মে। দেশে ধ্যানরত অবস্থায় এত বড় একটি বুদ্ধমূর্তি নির্মাণ অত্যন্ত গৌরবের। নতুন এই বুদ্ধমূর্তি পর্যটনেও ভূমিকা রাখবে। দেশ-বিদেশের অনেক পর্যটক আসবেন এটি দেখতে।

টিএইচ